Tuesday, May 4, 2010

Five wickets in one over | Australia v Pakistan | ICC World T20 Update

'১৯ ওভারে ১৯১ রানদারুণ ব্যাটিং করেছি আমরা' কী ব্যাপার, টোয়েন্টি-টোয়েন্টি কি নাইনটিন-নাইনটিন হয়ে গেল নাকি! মাইকেল ক্লার্ক '১৯ ওভার' বলছেন কেন? বলার পরই অবশ্য হেসে যোগ করলেন, 'শেষ ওভারটার কথা বাদ দিন!'
বললেই হলো! অস্ট্রেলিয়ান ইনিংসের শেষ ওভারটাই তো এই ম্যাচের 'সব'ম্যাচের ফলাফলে বিন্দুমাত্র ভূমিকা না রাখার পরও!
অস্ট্রেলিয়া হেসেখেলে জিতেছেশেন ওয়াটসন-ডেভিড হাসি দারুণ ব্যাটিং করেছেনবোশেজোর যে উইকেটে বাকি সব দল স্পিনকে বড় অস্ত্র ভাবছে, বৈচিত্র্য থাকলে যে সেখানেও পেসারদের ভাত আছে, তা প্রমাণ করেছেন টেইট-জনসনরাকিন্তু এসব আর কদিন মনে থাকবে!
টি-টোয়েন্টি এমনিতেই মনে থাকে নাএমন ম্যাড়মেড়ে সমাপ্তি হলে তো আরও না গত পরশু অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ থেকে স্মৃতি শুধু ধরে রাখবে মোহাম্মদ আমিরের ওই শেষ ওভারটাইপ্রথম বলে হাডিনকে ফিরিয়ে দিয়ে শুরু, তখন কল্পনাও করা যায়নি কী নাটকের সূচনা সেটিপরের বলে ইয়র্কারে বোল্ড জনসন হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে আমিরতৃতীয় বলেও উইকেট পড়ল, তবে হ্যাটট্রিক হলো নাবাই রান নিতে নিয়ে রানআউট মাইক হাসিপরের বলেও সেটির রিপ্লে, এবার রানআউট স্টিভ স্মিথপঞ্চম বলটি ডট, শেষ বলে টেইট বোল্ড!
৫ উইকেটে ১৯১ থেকে অস্ট্রেলিয়া ১৯১ অলআউট! এমন ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে দেখে থাকতেও পারেতবে 'ফাইভ উইকেটস মেডেন' দেখল এই প্রথমশহীদ আফ্রিদি কোনো পর্যায়ের ক্রিকেটেই কখনো তা দেখেননিমাইকেল ক্লার্কও নাওই ওভারটির কথা বলার সময়ও অস্ট্রেলিয়ান অধিনায়ক হাসতে পারলেন, কারণ ম্যাচ জিতেছে তাঁর দলএক ওভারে ৫ উইকেট হারিয়েও টি-টোয়েন্টি জেতাটাও তো একটা রেকর্ড! টেস্ট-ওয়ানডেতেও কি জিতেছে কোনো দল?
ভুতুড়ে এক ওভারদুটি রানআউট যেটিতে যোগ করেছে বাড়তি নাটকীয়তা৫টি উইকেটই আমির পেলে অবশ্যই ওভারটি আরও অতিপ্রাকৃতের রূপ পেতআন্তর্জাতিক ক্রিকেটে কারোরই তো তা নেইপরপর চার বলে উইকেট আছে শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মালিঙ্গার ওই ডাবল হ্যাটট্রিকটেস্ট ক্রিকেটে পাঁচ বলে ৪ উইকেট আছে তিনজনেরনিউজিল্যান্ডের মরিস অ্যালম, ইংল্যান্ডের ক্রিস ওল্ড ও আমিরকে যাঁর উত্তরসূরি ভাবা হচ্ছে সেই ওয়াসিম আকরামেরএর মধ্যে মরিস অ্যালমেরই শুধু হ্যাটট্রিক আছেওল্ড ও আকরামের চার উইকেটের ঠিক মাঝখানে একটি ডট বল
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আমিরকে পেলে খুব ভালো হতোওই ওভারটির সময় কেমন লেগেছেএই প্রশ্নের উত্তর এক শব্দেই দিয়ে দিয়েছেন শহীদ আফ্রিদি, 'গুড' আমির এলে উত্তরটা নিশ্চয়ই আরও বিস্তারিত হতোটি-টোয়েন্টির শেষ ওভারে মেডেনই যেখানে বিরাট ঘটনা, '৫ উইকেট মেডেন' তো কল্পনারও সীমা ছাড়ানো খেলার মূল মজাও বোধহয় এটাইকখন যে কী অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে সবাইকে নাড়িয়ে দেয়!
টি-টোয়েন্টি ক্রিকেট সম্পর্কে সবচেয়ে বড় সমালোচনা, এখানে নাটক নেই খেলোয়াড়দের চরিত্রটা বেরিয়ে আসার মতো সময়ই যে নেই এখানেআমিরের ওই ওভারটিকে তাই মনে হচ্ছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের সঞ্জীবনীও টি-টোয়েন্টিতেও নাটকীয় কিছু দেখতে চাওদেখে নাও
মাইকেল ক্লার্কও ব্যাপারটা 'উপভোগ' করতে পারছেন, সেটি ইনিংসের মাঝখানে ঘটেনি বলেওই ওভারে ভুতুড়ে সব কাণ্ডকীর্তি শুরু হওয়ার আগেই তো জয় নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়াজয় দিয়ে শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ক্লার্কের কাছেটি-টোয়েন্টির অস্ট্রেলিয়ায় টেস্ট এবং ওয়ানডের পরাক্রম নেইগত দুটি বিশ্বকাপের কোনোটি জেতা দূরে থাক, সেমিফাইনালেও ওঠা হয়নি এটাকে চাপের বদলে অনুপ্রেরণা হিসেবে দেখতে চান ক্লার্ক, 'শুধু বিশ্বকাপ কেন, সব মিলিয়েও টি-টোয়েন্টিতে আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়তবে গত ১২ মাসে আমরা অনেক উন্নতি করেছিএই টুর্নামেন্টের সাত দিন আগে এখানে এসে খুব ভালো প্রস্তুতি নিয়েছিএবার আমরা জিততে চাই'
টেস্ট-ওয়ানডের অস্ট্রেলিয়াকে যে টি-টোয়েন্টিতে চেনা যায় না, সেটি কি টি-টোয়েন্টি তাদের কাছে খুব একটা গুরুত্ব পায়নি বলে? শুরুর দিকে হয়তো ঘটনা এমনই ছিল, তবে এখন আর তা নয়এটি বোঝাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্মদিনের স্মৃতিচারণা করলেন ক্লার্ক, 'নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আমরা দুদলের খেলোয়াড়েরাই নকল চুল-গোঁফ লাগিয়ে খেলতে নেমেছিলামপরণে ছিল সত্তর দশকের পোশাকপুরোটাই ছিল মজা কিন্তু এখন টি-টোয়েন্টি সিরিয়াস ব্যাপার হয়ে গেছেবিশ্বকাপের মতো টুর্নামেন্টে আমরা মনেপ্রাণে ভালো করতে চাই'
চাওয়াটা এতই তীব্র যে, বাংলাদেশের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটিকেও মহাগুরুত্বপূর্ণ বলে ভাবছেন'টি-টোয়েন্টিতে যেকোনো দলেরই সুযোগ আছেকদিন আগে জিম্বাবুয়েই তো আমাদের হারিয়ে দিল! বাংলাদেশ দলে দারুণ কিছু টি-টোয়েন্টি খেলোয়াড় আছেআছে আক্রমণাত্মক কয়েকজন ব্যাটসম্যানবারবাডোজে গিয়ে কন্ডিশন দেখে আমরা বাংলাদেশ দলকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবমাঠেও নামব সেরা দল নিয়েই'
সেন্ট লুসিয়ার এই ধীর উইকেটেই তিন পেসার, বারবাডোজের গতিময় বাউন্সি উইকেটে কি তা হলে যোগ হচ্ছে আরেক জন? ক্লার্ক সম্ভাবনাটা উড়িয়ে দিচ্ছেন না, 'হতেও পারেআমাদের চার ফাস্ট বোলার একই রকম নয়গতির তারতম্য আছে, বৈচিত্র্য আছেআমরা তাই চার জনকেই খেলানোর কথা ভাবতেই পারি'
বললেন, ভাবতেই পারিকিন্তু বলার ভঙ্গি দেখে মনে হলো, ভেবেই রেখেছেনবারবাডোজে গতির ঝড়ের সামনেই পড়তে যাচ্ছে বাংলাদেশ!


Source: DPA

0 comments:

Post a Comment